করোনা সংকটময় পরিস্থিতিতে পাহাড়ের দুস্থ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল ১১টায় গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের দুর্গম জুর্গাছড়ি, পশ্চিম জুর্গাছড়ি ও ময়ুরখিল এলাকা প্রায় ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, তেল, সুজি ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. জাহাংগীর আলম।
এ সময় তিনি বলেন, করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে খাদ্যসহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে জোনের ক্যাপ্টেন মো. সুহাদ শেমবিল, ক্যাপ্টেন আবদুল্লাহ আর রিফাহসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।