বরিশালের মেহেন্দীগঞ্জ থানার মল্লিকপুর ও বাবুগঞ্জ লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক তিনজনকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দিবাগত রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কালিগঞ্জ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে চাঁদাবাজ চক্রের অন্যতম মূল হোতা মো. মামুন (৩০) এবং তার সহযোগী মো. মাসুম সরদার (১৯) ও মো. রাসেল মাঝি (১৬) কে চাঁদার ১ হাজার ২ শত নগদ টাকা ও ৩টি মোবাইল ফোনসহ হাতে নাতে আটক করা হয়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে।