ads
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম

লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে শিশু নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুর নাম হৃদয় (১০)। সে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ১নং ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি দল নিখোঁজ শিশুটিকে উদ্বারে অভিযান চালাচ্ছে।

সোমবার বেলা ১১টায় হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে একটি যাত্রীবাহী লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে শিশুটি নিখোঁজ হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দুটি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। তখন ঘাট এলাকার একদল শিশু লঞ্চের ছাদে খেলাধুলা করছিল। এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নামে শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাটের শ্রমিকরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা খবর পেয়ে ঘাটে এসে নদীতে তাদের উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102