বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই। আটক মনিরুজ্জামান, ওই নারীর স্বামী বলেও দাবি করেছেন।
সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার জানান, সোমবার পারাবত-১১ লঞ্চের একটি কেবিন থেকে জান্নাতুল ফেরদৌস লাবনীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার একদিন পর লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মনিরুজ্জামানকে রাজধানীর মিরপুর থেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মনির জানায়, গোপনে লাবনীকে বিয়ে করেছিলেন তিনি। লঞ্চে ঝগড়ার এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে ঢাকায় পালিয়ে আসেন। মরদেহ উদ্ধারের ঘটনায় নৌ পুলিশ মামলা করে।
বরিশাল পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবির জানান,’প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তাদের দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে তাকে।’