লালমনিরহাটের পাটগ্রামে কোরআন অবমাননার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতীয় মানবধিকার কমিশন।
যুবককে পিটিয়ে ও মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনা তদন্তে রবিবার সকালে বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন শেষে এ কথা জানায় তদন্ত দল।
এসময় মসজিদ, ইউনিয়ন পরিষদ, পুড়িয়ে ফেলার স্থান পরিদর্শন ও বিভিন্নজনের সাক্ষ্য নেন তারা।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান আল মাহমুদ ফাউজুল কবির জানান, প্রাথমিক তদন্তে কোরআন অবমাননার অভিযোগের সত্যতা খুঁজে পাননি তারা। তবে রংপুরের বাসিন্দা জুয়েল কেন বুড়িমারীতে গিয়েছিলেন, কারা ঘটনার জন্য দায়ী এবং বিষয়টি পরিকল্পিত কিনা তা মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে, এ ঘটনায় পাটগ্রাম থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।