লালমনিরহাটের পাটগ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার হলো ৩১জন।
রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে মাইনুল ইসলাম, হাসানুর রহমান, আব্দুর রহিম ও সোহেল রানা চারজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে আজ আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ২৯শে অক্টোবর সন্ধ্যায় পাটগ্রামে গুজব রটিয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।