ads
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

লিবিয়ায় মানব পাচার: নুরজাহানকে জামিন দিয়েছেন হাইকোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩৮ বার পঠিত

লিবিয়ার মিজদাহতে ২৬ বাংলাদেশিকে হত্যার পর মানবপাচরের অভিযোগে ঢাকায় সিআইডির করা এক মামলায় গ্রেপ্তার নুরজাহানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৩ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ জানান, নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবো।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা করা হয়। এসময় আরও ১১ বাংলাদেশি মারাত্মকভাবে আহত হন। পরে এ ঘটনায় দেশে মানবপাচারকারীদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এর মধ্যে নুরজাহান ও তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৫ জুন মানবপাচার আইনে পল্টন থানায় মামলা করে সিআইডি। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102