ads
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

শঙ্খ ও উলু ধ্বনি প্রতিযোগিতায় সংঘর্ষ, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩২ বার পঠিত

রংপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনি প্রতিযোগিতায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ ক্ষত্রীয় অফিসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের ধনজিত ঘোষ তাপস সভাপতি ও সুব্রত সরকার মুকুল সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি ভবোতোষ সরকার বাচ্চুকে আহবায়ক এবং প্রশান্ত কুমার এডভোকেটকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করে। এ নিয়ে দু-গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোড এলাকায় ক্ষত্রিয় অফিস প্রাঙ্গণে নব গঠিত পূজা উদযাপন রংপুর মহানগর কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে উলু ধ্বনী ও শঙ্খ ধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হওয়া পূজা উদযাপন পরিষদের লোকজন সভা স্থলে হামলা চালান। এ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়। এ ঘটনার  জন্য দুই গ্রুপ পরস্পরকে দায়ী করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102