শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।
ভিপি এম সুলতান আহম্মেদ বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও উৎপাদনশীলতায় এগিয়ে নিয়ে যেতে হবে। করোনা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে শক্তিশালী করতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা তথ্য কর্মকর্তা আফছানা,সহকারী প্রেগ্রামার মোস্তাফিজুর রহমান,শাজাহানপুর থানার এস আই ডেভিড হেমাদ্রী বর্মা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উৎপাদনশীলতার উপর বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন বলেন,জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। উৎপাদনশীলতা এটি দেশের টেকসই উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম।
প্রতি বছর জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে এই দিবসটি উদযাপন করা হয়।