শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: রাজস্ব খাতের আওতায় বগুড়ার শাজাহানপুরে ১০টি অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সংসদ সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: আয়েশা খাতুনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান আলী, সহকারি প্রোগ্রামার মোস্তাফিজার রহমান প্রমুখ।