ads
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

শাহজালালে আবুধাবিফেরত যাত্রীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩২ বার পঠিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করছেন আবুধাবিফেরত প্রবাসী বাংলাদেশিরা। রোববার আবুধাবি যাওয়ার পর দেশটির বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়। পরে সোমবার সকালে একটি ফ্লাইটে ৬৮ জন বাংলাদেশি ফেরত আসে।

বিমানবন্দরে পা রাখার পর সরকারের হস্তক্ষেপ কামনা করে আবুধাবিতে ফিরত প্রবাসীরা বিক্ষোভ শুরু করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রবাসীরা আবুধাবির যে এজেন্সি বা কোম্পানি বা স্পন্সরের মাধ্যমে দেশটিতে গেছেন, সম্প্রতি আবুধাবি সরকার সেসব এজেন্সির অনুমোদন বাতিল করে। তাই তাদের ঢুকতে দেয়া হয়নি। প্রবাসীরা বেলা সাড়ে ১১টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য অপেক্ষারত অবস্থায় তারা মাটিতে বসে বিক্ষোভ করেন।

এসময় অনেকেই প্রতারিত হয়ে কান্নাকাটি করছিলেন। তারা কখন এবং কীভাবে আবার আমিরাতে ফিরবেন তার নিশ্চয়তা চেয়ে সরকারের হস্তক্ষেপ এবং তাদের বিনামূল্যে নতুন টিকিট প্রদানের আবেদন করেছেন। র্তৃপক্ষের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করলে স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকজন চলে গেছেন বলে জানা গেছে। তবে এখনো অনেকে আছেন বলে জানায় বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102