ads
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

শিক্ষকতা করেন বাংলাদেশে : সংসার করেন ভারতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮ বার পঠিত

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সুনীতি রাণী রায়ের কর্মস্থল বাংলাদেশে হলেও তিনি স্বামী দেবাশিষের সাথে সংসার করেন ভারতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার পরিচয় দেখিয়ে ১৯ সেপ্টেম্বর ২০১০ তারিখে রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন তিনি। দীর্ঘ ১০ বছর যাবত তিনি মাঝে মাঝে বিভিন্ন অজুহাতে ছুটি নিয়ে যাতায়াত করেন ভারতে।

এর মধ্যে করোনাকালে মাতৃত্বকালীন ছুটি নিয়ে বাংলাদেশে থাকার কথা থাকলেও তিনি বর্তমান অবস্থান করছেন ভারতে।

এ বিষয়ে প্রধান শিক্ষিকার বাবা জগদিশ চন্দ্র রায় জানান, তার মেয়ে বিয়ে হয়েছে নওগাঁ জেলায়। তার স্বামী ভারতের দিল্লিতে বসবাস করেন। এখন তার মেয়ে সেখানেই আছে। করোনার জন্য আসতে পারছে না। তার মেয়ে মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি নিয়ে তার স্বামীর কাছে গিয়েছে।

এদিকে মাতৃত্বকালীন ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও টানা ৩ মাস যাবৎ তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। এ নিয়ে দীর্ঘ ৯ মাসেও তিনি বাংলাদেশে ফিরেনি।

স্থানীয়রা বলেন, প্রধান শিক্ষিকা না থাকায় বিদ্যালয়ের অনেক সমস্যা হচ্ছে। এছাড়ার আশেপাশে লোকজনের কাছে সুনীতি রাণীর বাড়ির ঠিকানা সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান, তার বাড়ি পীরগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। এরপর চাঁদপুর গ্রামে গিয়ে ওই ঠিকানায় প্রধান শিক্ষিকা এর কোন খোজ খবর পাওয়া যায়নি।

তবে রাধিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনিতি রাণী রায়ের স্বামী দেবাশিষ সাহা নামে কোন ব্যক্তি চাঁদপুর গ্রামে বসবাস করেন না। বিশ্বস্ত সূত্রে জানা যায়, দেবাশিষ সাহা ভারতীয় নাগরিক। তিনি দিল্লিতে বসবাস করেন। বর্তমানে সুনীতি রায় দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য গত নভেম্বর, ২০১৯ ইং মাস থেকে এখন পর্যন্ত দিল্লিতে তার স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

সহকারী শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন। সেই ছুটির মেয়াদ উত্তীর্ণ হলেও তিনি যোগদান করেননি।  তার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাকে শোকজ করা হয়েছে।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ১৬:১৬
  • ১৭:৫৭
  • ১৯:১১
  • ৬:৩১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102