গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কুশলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্ত ইউ.পি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কুশলী ইউনিয়নবাসী এ কর্মসূচী পালন করে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজারে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন শিকদারের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে মানবন্ধনকারীরা।
মানববন্ধনে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন চলাকালে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান সিকদার, অভিভাবক মো. নাসির উদ্দিন মোল্লা, শিক্ষার্থী আমেনা খানম, ইসরাত জাহান বক্তব্য রাখেন।
স্কুল মাঠে শিক্ষার্থীদের জন্য গ্যারেজ তৈরির জায়গা দেখার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লঞ্ছিত করে ইউ.পি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার। এ ঘটনায় দ্রুত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবী জানান বক্তরা।