ads
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের জন্য নতুন টিভি চ্যানেল ‘শিক্ষা টিভি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯ বার পঠিত

মহামারি করোনা ভাইরাসের কারণে ছয় মাসেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। ইতোমধ্যে জেএসসি, জেডিসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই অবস্থা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষা টিভি’ চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে শ্রেণিপাঠ চালু রাখতে সংসদ টিভিতে সম্প্রচারের পর রেডিওতে সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু এবার শিক্ষা কার্যক্রম সম্প্রচারের জন্য ‘শিক্ষা টিভি’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরইমধ্যে, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদকে শিক্ষা টিভির বিষয়ে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন এ বিষয়ে বলেন, ‘শিক্ষা টিভি’ চালুর বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবও উপস্থিত ছিলেন। উক্ত সভায় শিক্ষা টিভি চালুর বিষয়ে আলোচনা হয়েছে।’

আকরাম-আল-হোসেন বলেন, ‘এ বিষয়ে বিটিভির মহাপরিচালককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে। এ বিষয়ে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে পারে সরকার।’

তবে সংশ্লিষ্টরা বলছেন, রেডিও ও টেলিভিশনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু থাকলেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকায় ও সব জায়গায় এই দুই গণমাধ্যম না পাওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্নিত হচ্ছে। ফলে এই কার্যক্রমের বাইরে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। এ কারণে সরকার এসব সমস্যার স্থায়ী সমাধানের ভিত্তিতে চালু করতে যাচ্ছে ‘শিক্ষা টিভি’। এ টিভির মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম সম্প্রচার করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102