নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহদীপুর বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী ও জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম, নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম ইসলাম পিন্টু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিফ আহসান, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান হিমেল, আদনান ফয়সালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় মধুমতি এক্সপ্রেস ক্রিকেট একাদশ বনাম শেখটোলা বন্ধু ক্রিকেট একাদশ মুখোমুখি হয়।খেলায় শেখটোলা ক্রিকেট একাদশ মধুমতিকে পরাজিত করে জয়লাভ করে।- কপোত নবী।