স্টাফ রিপোর্টার, কপোত নবী; র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২ অক্টোবর রাত ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার হামেদনগর গ্রামের বদু মাষ্টারের আম বাগানের পূর্বপাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী, শিবগঞ্জ উপজেলার ২ নং শাহবাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নলডুবরী শান্তির মোড় এলাকার মোসা. তাহেরা বেগম ও তৈয়মুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানতে পারে হামেদনগর এলাকায় ফেনসিডিল নিয়ে একজন অবস্থান করছে।
খবরটি পাবার পর র্যাব দ্রুত ঐ এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ মিজানুরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।