মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, ”বরংগাইল বাজারের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। এরপর সকাল সাড়ে ৯টার দিকে রাস্তার পাশ থেকে ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পড়নে তিনটি প্যান্ট ও গলায় মালা ছিল। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত মরদেহের ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।