গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ কিশোরকে বন্দি রাখায় গাদাগাদি করে থাকতে হচ্ছে বলে অভিযোগ শিশু-কিশোরদের।
এছাড়াও নানা অজুহাতে নির্যাতন, বিশুদ্ধ পানিসহ সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রয়েছে। কেন্দ্রের এক একটি কক্ষে সর্বোচ্চ ১৫ জন থাকার কথা থাকলেও বর্তমানে ২৮ জনের বেশি শিশু থাকছে।
এছাড়াও অপরিচ্ছন্ন বাথরুম ব্যবহারে নানা রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। খেলাধুলা বা বিনোদনের তেমন কোন ব্যবস্থা না থাকায় রয়েছে অসন্তোষও।
এদিকে জায়গা সংকুলান হচ্ছে না স্বীকার করলেও অন্যসব অভিযোগ অস্বীকার করেছেন গাজীপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম।