শীতে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্দেশনাগুলো হলো: মসজিদে সব মুসল্লির মাস্ক পরা নিশ্চিতসহ প্রতি ওয়াক্ত নামাজের আগে মাইকে এ বিষয়ে প্রচারণা চালাতে হবে; হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্য ধর্মের অনুসারীদের মাস্ক পরে প্রবেশ করতে হবে উপাসনলায়ে; প্রধান ফটকে সতর্কতামূলক ব্যানার টানানো বাধ্যতামূলক।
এছাড়া, নো মাস্ক নো সার্ভিসের প্রচারণা, কিছুক্ষণ পরপর হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনলায়ের পরিচালনা কমিটির প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।