বঙ্গবন্ধুর দু’সন্তান শহীদ শেখ কামাল ও শেখ জামালের জন্য সেনা পরিবার গর্ববোধ করে বলে জানিয়েছেন সেনাপ্রধান।
কেবলমাত্র খেলাধুলায় নয়, শেখ কামাল ও শেখ জামাল দু’জনই সেনাবাহিনীর দক্ষ ও চৌকস কর্মকর্তা ছিলেন। রবিবার (২৫অক্টোবর) বিকেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
ঢাকা সেনানিবাসে আয়োজিত শহীদ লে. শেখ জামাল টেনিস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন দলগতভাবে চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন রানারআপ হয়। ৪৫ জন অফিসার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেন।