ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

শেরপুরে অগ্নিকান্ডঃ ফায়ারসার্ভিসের লোকজন দেড়ীতে আসায় মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা পৌরসভার জালালপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসতে বিলম্ব করায় বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টাব্যাপী ঢাকা-শেরপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এমতাবস্থায় ঢাকা-শেরপুর মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন পাইস্কা মোড় দিয়ে গড়েরগাঁও মোড় হয়ে নকলা-শেরপুর পাইপাস সড়কদিয়ে চলাচল করে। তবে ঢাকা-শেরপুর মহাসড়কে স্থানীয় যানবাহন দ্বারা বিশাল যানজটের সৃষ্টি হয়। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের দাবী, এ অগ্নিকান্ডে ৭টি বসত ঘর, ব্যবসায়ীক কাজে ব্যবহারের জন্য রাখা নগদ ১৩ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও নকলা পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটনের বক্তব্যে নকলায় স্থাপিত প্রায় ৮৫ ভাগ কাজ সম্পন্ন হওয়া ফায়ার সার্ভিস কেন্দ্রটি খুব দ্রুত সময়ের মধ্যে চালু করার আশ্বাসে পুলিশ ও ট্রাফিক বিভাগের সহায়তায় যানচলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন ছানু, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহসহ অগণিত স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা ধারনা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তারা জানান, আগুন লাগার সাথে সাথে নকলা বিদ্যুৎ অফিসে মোবাইলের মাধ্যমে জানালে তাৎক্ষণিক বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা হয়। তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে আসতে বিলম্ব করায় বিক্ষোব্ধ জনতা ঢাকা-শেরপুর মহাসড়ক অবরোধ করে রাখে। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে আসে বলে ক্ষতিহগ্রস্থ পরিবারের অনেকে অভিযোগ করেন। প্রায় দেড়যুগ আগে নকলায় স্থাপিত প্রায় ৮৫ ভাগ কাজ সম্পন্ন হওয়া ফায়ার সার্ভিস কেন্দ্রটি চালু থাকলে প্রতি বছর কোটি কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হতো না বলে দাবী স্থানীয়দের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102