শেষ ইচ্ছা পূরণ হয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর। জীবনের দীর্ঘ সময় চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় কাটিয়েছেন তিনি। শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত মাদরাসার মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
জানা গেছে, জীবদ্দশায় আল্লামা শফী পরিবারের সদস্যদের কাছে কিছু ওসিয়ত করে যান। এসব ওসিয়তের মধ্যে ছিল মৃত্যুর পর যেন একবার জানাজা হয় এবং তাকে যেন তার ৭৪ বছরের প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদরাসার বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারাতুল জামিয়া’য় দাফন করা হয়।
আল্লামা শফীর ওসিয়ত অনুযায়ী শনিবার বেলা ২টা ১৫ মিনিটে হাটহাজারী ডাক বাংলো চত্বরে জানাজা শেষে ওই কবরস্থানে দাফন করা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে মারা যান আল্লামা শাহ আহমদ শফী।