রাজধানীর শ্যামলীতে থাইরয়েড টেস্ট এর ভুয়া ল্যাবে অভিযান চালিয়েছে র্যাব। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ অভিযান শুরু হয়।
র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এসময় হাইপো থাইরয়েড সেন্টার নামের ওই প্রতিষ্ঠানের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের দুইজনকেই দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মালিক এখনো পলাতক রয়েছেন।
র্যাব জানায়, চিকিৎসকের পরিবর্তে থাইরয়েডের ভুয়া রিপোর্টে স্বাক্ষর করতো গাড়ি চালক। পরে প্রতিষ্ঠান সিলগালা করা হয়।