পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে কুপিয়ে বাম হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তার ডান হাত ও পা-ও জখম হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় জুয়েল কলাপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় হাওলাদার বাড়ির সামনে পৌঁছলে বেশ কয়েকজন তার ওপর অতর্কিতে হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হলেও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।