ads
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

শ্রীবরদীতে মটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত, আটক দুই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২০ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার পৌরশহরের পোড়াগর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ বড়পোড়াগড় মহল্লার মৃত আ: রহিমের ছেলে আ: ওহাব (৬৫)।

এ ঘটনায় মটরসাইকেল চালকসহ আরোহীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ।

আটককৃতরা হলো শ্রীবরদী উপজেলার চক্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল আহম্মেদ (২৮) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদে চান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদি হাসান (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আ: ওহাব বাড়ি থেকে পোড়াগড় বাজারে যাওয়ার সময় পিছন দিক থেকে ভায়াডাঙ্গা থেকে শ্রীবরদী গামী একটি মটর সাইকেল আ: ওহাবকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আ: ওহাবকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় মটর সাইকেল জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102