রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদীতে আর্তমানবতার সেবার লক্ষে সিলেট ক্যাডেট কলেজের ২৬তম ব্যাচের উদ্যোগে করোনাভাইরাস জনিত কারণে কর্মহীন অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে শ্রীবরদী সরকারী কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ১ শত ৭০ জন কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সেমাই ও হাত ধোয়ার জন্য সাবান প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, সিলেট ক্যাডেট কলেজের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা প্রতি বছর রমজান মাসে ইফতার পার্টি করতেন।
।এবছর ইফতার পার্টি না করে ওই টাকায় করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হলো। আমাদের এ্যাসিল্যান্ড মন্জুর আহসান ওই ২৬তম ব্যাচের শিক্ষর্থী ছিলেন। তারই উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।