দিনাজপুরের হিলিতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে রফিকুল ইসলাম (২৬) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পাইক পাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বলেন, পাইকপাড়া গ্রামে শালীনতা নষ্ট করার উদ্দেশে অপরাধমূলক বলপ্রয়োগ করার ঘটনা ঘটছে এমন সংবাদ পায়। সেই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় অভিযোগকারীর বক্তব্য শুনি এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসাবাদ করি। তিনি আমাদের কাছে স্বীকার করেন যে তিনি এই ধরনের একটি ঘটনা ঘটিযেছেন ও ভুল করেছেন মর্মে আমাদের কাছে ক্ষমাও চান। পরে তাকে সেই অপরাধে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।