ads
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জেলা আ. লীগ সেক্রেটারি আব্দুল ওদুদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর পার্কে বুধবার সকালে সাজাহানপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস দলকে শক্তিশালী ও বেগবান করার লক্ষে এ সভার আয়োজন করেন। সভায় ১৩টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন।

আব্দুল ওদুদ তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবেও তিনি বিচক্ষণ ভাবে দল পরিচালনা করছেন।

আব্দুল ওদুদ বলেন, তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃনমূলের অনেক নেতাকর্মী যখন যাকে ভাললাগে তখন তার জন্য ভোটে কাজ করে। এতে দলেরই ক্ষতি হচ্ছে বেশি। জেলা, উপজেলা, ইউনিয়ন মোট কথা আওয়ামী লীগকে সঙ্গবদ্ধ হয়ে সব সময় থাকতে হবে।

সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মো. শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস দলকে শক্তিশালী, বেগবান ও ঐক্যবদ্ধ করতে এর আগেও একই ধরনের সভা করেছেন। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102