সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল পাচারের অভিযোগে দেলোয়ার নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ৮টার দিকে এ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বরমান হোসেন।
জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০বস্তা চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন বিভিন্ন সুফলভোগীর কাছ থেকে ক্রয় করেন। এরপর সেগুলো একটি গাড়িতে করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় এনএসআই সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও।
সরকারি চাল কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ- এমনটি স্বীকার করায় প্রাথমিকভাবে ওই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান আদালতের বিচারক মো. বরমান হোসেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় জব্দকৃত চালগুলো পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরীব দুখীর মাঝে বিতরণ করা হবে।