বিলের পানিতে মাছ ধরায় এক কৃষককে অপহরণ করে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া যুবলীগ সভাপতির বিরুদ্ধে।
পাবনার সাঁথিয়া উপজেলার হাঁড়িয়াকাহন গ্রামের সোনাই বিল। শুষ্ক মৌসুমে চাষাবাদ আর বর্ষায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন গ্রামবাসী। তবে, কয়েক বছর ধরে গ্রামটির দরিদ্রচাষীদের মনে শান্তি নেই।
মৎসজীবী কালিপদ হালদারের নামে ইজারা নেয়া বিল উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম টুটুল দখলে নেয়ায় বিপাকে পড়েছেন তারা। নিজ মালিকানা জমিতে মাছ ধরলেও টুটুল বাহিনীর রোষানলে পড়তে হয় তাদের।
সম্প্রতি, নিজের ওই জমিতে মাছ ধরেন কৃষক মাসুদ হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে টুটুলের সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মুখে সাঁথিয়া হাট থেকে মাসুদকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে রাতভর নির্যাতনের পর বাজারে ফেলে যায়। ভোরে গুরুতর অবস্থায় মাসুদকে উদ্ধার করেন স্বজনরা।
ভুক্তভোগী পরিবারের আভিযোগ, থানায় লিখিত অভিযোগ দিলেও, মামলা নেয়নি পুলিশ। এমনকি সন্ত্রাসীদের হুমকিতে গ্রামের বাইরে আসতেই ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। তবে, গ্রামবাসীকে নির্যাতন করেননি বলে দাবি অভিযুক্ত সাঁথিয়া উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম টুটুল।
এদিকে, নিজের জমিতে মাছ ধরায় বাধা দেয়ার সুযোগ নেই বলে জানালেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ। আর মামলা গ্রহণে গাফিলতির অভিযোগ অসত্য বলে দাবি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামানের।
কৃষক মাসুদকে অপহরণ ও নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীদের সমঝোতা করতে প্রভাবশালীরা চাপ দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।