বীণ ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ খান মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মোস্তাক আহমেদ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য। ব্যাডমিন্টন খেলতে ভালবাসতেন। বিএসপিএর স্পোর্টস কার্নিভালে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে সকালে বাসা থেকে বের হন। দুপুর পর্যন্ত খেলেছেনও তিনি। এরপর হঠাৎই হৃদরোগের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান তিনি।
স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার এই মৃত্যুতে স্থগিত করা হয়েছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল।