বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা। অন্যথায় লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে এর একাংশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রুহুল আমিন গাজীকে মুক্তি দেওয়া না হলে তাহলে লাগাতার কর্মসূচি করা হবে।
তারা আরো বলেন, সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসবে।
রুহুল আমিন গাজীসহ সব সাংবাদিকের মুক্তির দাবিতে ডিইউজের উদ্যোগে আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
বুধবার (২১ অক্টোবর) মগবাজারের সংগ্রাম অফিস থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমীন গাজীকে গ্রেপ্তার করা হয়। রুহুল আমীন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছিলো। ওই মামলায় তারিখ অনুযায়ী আদালতে হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে ১৩ ডিসেম্বর বিকাল থেকে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ের সামনে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। সম্পাদককে গ্রেপ্তারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানায় তারা। এর একদিন পর দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ও চিফ রিপোর্টার রুহুল আমীন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।