ads
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মোট মৃত্যু ৮০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩৭ বার পঠিত

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

হাসপাতালের মেডিক‌্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার দাশকাটি গ্রামের ইমান আলী (৮০) ও যশোরের কেশবপুর উপজেলার পুরুলিয়া গ্রামের হারুন-অর-রশিদ (৫৫)।

তিনি আরও জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ৭ আগস্ট সকালে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন হারুন-অর-রশিদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

এদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২১ আগস্ট দুপুরে হাসপাতালে ভর্তি হন ইমান আলী। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

ডা. মানস কুমার মণ্ডল আরও জানান, ভর্তির পর তাদের নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102