ভারত-বাংলাদেশ সীমান্ত সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি (NCS) এ ভূমিকম্পের কথা জানিয়েছে। কেঁপে ওঠে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। মৃদু ভূমিকম্প নদিয়া মুর্শিদাবাদ বর্ধমানের কিছু অংশে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।
সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট ভূতল থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎস স্থল। নদিয়া মুর্শিদাবাদ ও বাংলাদেশ সীমান্তের কাছে এর অবস্থান। মুর্শিদাবাদের বহরমপুর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বেলেডাঙ্গা থেকে ১৮ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।