রাজধানীর আশেপাশের সাত জেলায় চলাচলে নিষেধাজ্ঞার চতুর্থ দিন আজ।
ঢাকা থেকে দূরপাল্লার বাস বন্ধ। তবে চলছে অন্যান্য যানবাহন। ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন যানবাহনে আমিনবাজার পর্যন্ত এসে রাজধানীতে ঢুকছেন সাধারণ মানুষ।
রাজধানীর প্রবেশপথে প্রতিবন্ধকতা তৈরি করায় যানজটে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িগুলোকেও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়। দূরপাল্লার বাস না থাকায় ভেঙে ভেঙে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ঢাকায় ঢুকছেন বা ছাড়ছেন অনেকেই। ফলে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও, নিয়ম মানাতে তৎপর কম। করোনা সংক্রমণ রোধে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জে চলছে ৯ দিনের চলাচলে নিষেধাজ্ঞা।