সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা মামলার মূল আসামি মিজানের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গত রাতে অভিযান চালিয়ে মানিকগঞ্জের চারিগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর ছেলে মিজানের সাথে তারাও আত্মগোপনে চলে যান। মূল অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সহযোগী সেলিমকে।
প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায়, গত ২০ সেপ্টেম্বর ছুরিকাঘাতে নীলা রায়কে খুন করে বখাটে মিজান। পরে এ ঘটনায় মামলা হয়।