সারাদেশে ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাসী হামলা ও চলমান অস্থীরতার ঘটনায় প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানিয়েছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
২৩ ফেব্রুয়ারি (বরিবার) রাতে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা এক বিবৃৃতিতে এসব কথা জানান।
আনোয়ার-ই-তাসলিমা প্রথা বলেন, দেশের মানুষের নিরাপত্তা, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হবে। সেই সঙে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু কঠোর শাস্তি নয়, সামাজিক সচেতনতা, শিক্ষার প্রসার এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।