কিশোরগঞ্জের ঘরের সিঁধ কেটে ৬ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর অসুস্থ শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আলী হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর গ্রামে রাতে বাবা-মায়ের সাথে ঘরে ঘুমিয়ে ছিল ৬ বছরের শিশুটি। সোমবার (০৭ সেপ্টেম্বর) ভোরে ঘরের সিঁধ কেটে ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে যায়, প্রতিবেশী ৫০ বছর বয়সী আলী হোসেন। পরে বাড়ির পাশের ধান ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় সে। সকালে মুমূর্ষু অবস্থায় শিশুকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল উপ-পরিচালক ডা. মো. হিবরুল বারী বলেন, অবস্থা তেমন ভালো না। বাচ্চাটা অনেক অসুস্থ।
এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ডাক্তারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণ করেছে বলে জানা গেছে। আমারা অভিযুক্তকে ধরার চেষ্টা করছি।
অভিযুক্ত আলী হোসেন আরো বেশ কয়েকটি ধর্ষণে জড়িত বলে দাবি করেছেন এলাকাবাসী।