ads
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

সিংড়ায় শিশু সাগরের হত্যাকারীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫ বার পঠিত

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিশু মোস্তাফিজুর রহমান সাগর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহত শিশুটির বাবা ও স্বজন সহ প্রতিবেশীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় একটি অনলাইন পত্রিকার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নিহত সাগরের বাবা নাসির মোল্লা, চাচা হেলাল উদ্দিন মোল্লা, নানা মসলেম উদ্দিন ও নানী আজিরন বিবিসহ প্রতিবেশীরা জানান, চলতি বছরের ২রা জুলাই দুপুরে সাগর ও তার বাবা নাসির মোল্লা উপজেলার তাদের নিজ গ্রাম দেবত্তর গ্রামের নদীতে তাদের গরুগুলোকে গোসল করাতে যান। নাসির মোল্লা দুইটি গরু নিয়ে নদীতে নামেন। এ সময় সাগর তার বাবাকে বলে বেড়িবাদে অপর গরুটি আনতে যায়। পরে দীর্ঘক্ষন সাগর না আসায় তার বাবা তাকে ডাকতে বেড়ীবাদে যান। সেখানে তিনি তাকে অনেক ডাকাডাকি করে না পেয়ে নিজেদের বাড়িতে গিয়ে তাকে খোঁজ করেন। এর পরে সন্ধ্যা পর্যন্ত সাগর বাড়িতে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে রাত সোয়া ৯ টার দিকে বেড়ীবাদ এলাকায় বিলের পানিতে সাগরের মৃতদেহ দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পরে এ ঘটনা সিংড়া থানা পুলিশকে জানালে তারা এস সাগরের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত সাগরের বাবাসহ স্বজনরা জানান, তাদের গ্রামের মৃত জিন্দা ফকিরের ছেলে আব্দুল ওহাব ফকির ও তার ছেলে রুহুল আমিন ফকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর আগে তাদের কলাবাগানে গরু যাওয়ায় তারা সাগরকে মারধর করে এবং প্রাণ নাশের হুমকী দেয়। সাগরের বাবার ধারণা, ওই বিরোধের জের ধরে তার ছেলে সাগরকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহত সাগরের বাবা আব্দুল ওহাব ফকির ও তার ছেলে রুহুল আমিন ফকিরসহ ৫ জনকে অভিযুক্ত করে ৬ই জুলাই সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘ দিনেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি।

নিহত সাগরের বাবাসহ স্বজনদের দাবী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ১৬:২৬
  • ১৮:১১
  • ১৯:২৪
  • ৬:০৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102