ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ সাত পুলিশ ফের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৯ বার পঠিত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ৭ পুলিশের আবারো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ আদেশ দেন। মেজর (অব.) সিনহা রাশেদ হত্যার ঘটনায় প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে সোমবার বিকেলে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে আদালতে হাজির করা হয়।

এ সময়, তাদের ফের জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। শুনানি শেষে ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্যের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে রিমান্ড শেষে কারাগারে থাকা অপর চার পুলিশ এস আই লিটন, কনস্টেবল সাফানুর, কামাল ও আব্দুল্লাহকে হাজির করে সাত দিনের রিমান্ড চায় র‌্যাব। আদালত শুনানি শেষে সাতজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করে।

পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার মূল আসামি প্রদীপসহ তিনজনকে আজই রিমান্ডে নেয়া হবে। বাকি চার পুলিশ সদস্যকে সুবিধাজনক সময় র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ।

পরে, ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102