সিনহা হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে আদালতে নেয়া হয়েছে টেকনাফ থানার বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিতকে। সকালে সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে নেয়া হয় তাকে।
কক্সবাজারের টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেবেন তিনি। মামলার আরেক আসামি ওসি প্রদীপের রিমান্ড শেষ হলেও আজ তাকে আদালতে তোলা হবে কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষ হয়েছে আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও নন্দদুলাল রক্ষিতের।
এদিকে, গতকাল ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে সিনহা হত্যা মামলার এক নম্বর আসামি বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত আলীকে।
অন্যদিকে, আগামীকাল প্রদীপের সঙ্গে কথা বলতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।