সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী এলাকায় স্কুল মেরামতের কাজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার বায়নাগাঁতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বানিয়াগাঁতী স্কুলের মেরামতের কাজ নিয়ে কমিটির সদস্য রাজ্জাক ওহেলাল গ্রুপের দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে রাজ্জাক বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলাল গ্রুপের লোকজন রাজ্জাকের ওপর হামলা করে। খবর পেয়ে রাজ্জাক গ্রুপের লোকজন ছুটে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষের অন্তত আটজন আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।