সিরাজগঞ্জের কাজিপুরে দুর্গম চরাঞ্চল চরগিরিশে বজ্রপাতে রুবেল রানা (২৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (১৭ মে) সন্ধ্যায় সরিষাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রুবেল উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ গ্রামের লোকমান হোসেনের ছেলে
নিহতের ছোটভাই কাজিপুর উপজেলা ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক উপ-সম্পাদক সোহেল রানা এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার বিকেলে রুবেল মাঠে ধান কাটছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। এক পর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে জামালপুরের সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করলে সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।