ads
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

সিলেটে আরও ৭১ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩১ বার পঠিত

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে বাড়ছে। রোববারও (২৮ জুন) জেলায় নতুন করে আরও ৭১ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

রোববার রাতে এত থ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় ৩৭ জন, গোয়াইনঘাটে একজন, গোলাপগঞ্জে চারজন, বিয়ানীবাজারে দুই জন, কোম্পানীগঞ্জে এক, জৈন্তাপুর একজন, বালাগঞ্জে একজন, জকিগঞ্জে পাঁচজন, দক্ষিণ সুরমায় তিনজন, ফেঞ্চুগঞ্জে দুজন এবং বিশ্বনাথ উপজেলায় ৭ জন রয়েছেন।

এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি শ্রীমঙ্গলের একজন, বানিয়াচংয়ের একজন ও বড়লেখার দুজনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে প্রথম করোনা ধরা পড়ে গত ৫ এপ্রিল। সর্বশেষ রোববার (২৮ জুন) সুনামগঞ্জের ২৬ জন, হবিগঞ্জের ১৭ জন। আর সিলেটের ৭১ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৩২১, সুনামগঞ্জে ৯৭৭, হবিগঞ্জে ৫৫৫ এবং মৌলভীবাজারে ৪১৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ ও মৌলভীবাজারে ৬ জন।

এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪৫, সুনামগঞ্জে ৩৭৪, হবিগঞ্জে ১৯১ মৌলভীবাজারে ১৭৩ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৭০ জন। এর মধ্যে সিলেটে ৫৫, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102