সিলেট নগরীর দাঁড়িয়াপড়ায় এক কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার কলেজছাত্র রাকিবুল হোসেন নিজুকে আদালতে তোলা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৩টায় রাকিবুলকে আদালতে হয়। এসময় তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি চলছে।
নির্যাতিত কিশোরীর স্বজনদের অভিযোগ, বিয়ের কথা বলে গত ২৯শে সেপ্টেম্বর তাকে ধর্ষণ করে মদন মোহন কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন নিজু। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ধর্ষণের শিকার ওই কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।