শেরপুরে নিজ বাসা থেকে সেনা সদস্যের স্ত্রী সুরভী আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) নিহতের বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। ঘটনার তিন দিন এবং মামলা দায়েরের দুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, শুক্রবার নিহতের বাবা শফিউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি, পিবিআই ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। অতিদ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান নিহতের স্বজনরা।
৮ অক্টোবর রাতে নিজ বাড়িতে সেনা সদস্য নাজিম আহাম্মেদ এর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেলেও বাড়ির কোন জিনিস খোয়া যায়নি বলে জানায় স্থানীয়রা।
৩ বছর আগে শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় জমি কিনে হাফবিল্ডিং বাসা করে সেখানেই বসবাস করে আসছিলেন নাজিম আহমেদ। গতবছর সুদানে মিশনে যাবার পর থেকে ওই বাসায় দুই কন্যা সন্তান নিয়ে একাই থাকতেন সুরভী।
এ ব্যাপারে পুলিশ কোন কথা বলতে রাজি হননি।