ads
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

সৈয়দপুরে ৮ ইটভাটা ধ্বংস, ৩৬ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৫ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুরে আটটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আটটি ইটভাটা।

সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান চালায়।

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার কামারপুকুর এলাকায় অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকসকে ৫ লাখ, মেসার্স বি পি এল-২ ব্রিকসকে ৬ লাখ, মেসার্স এ এস বি ব্রিকসকে ৬ লাখ, মেসার্স এ স্টার বি ব্রিকসকে ৬ লাখ, এ বি এল ব্রিকসকে ৬ লাখ, খাতামধুপুর ইউপির মুসরত ধুলিয়া মেসার্স এম বি ব্রিকস ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এমবিসি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স টিবিএল ব্রিকসকে ৫০ হাজার টাকাসহ ৮টি ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ৮ ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ৩৬ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।

অভিযানকালে উল্লেখিত ইটভাটাগুলো স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময়ে নীলফামারী জেলা পুলিশ বিভাগ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৩ ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102