কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে স্পিডবোট ডুবে একজন মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের মহেশখালী দ্বীপের সোনাদিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, শনিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার ৬নং ঘাট থেকে একটি স্পিডবোটে ৪ জন যাত্রী নিয়ে সোনাদিয়ার উদ্দেশে রওনা দেয়। এরপর বাঁকখালীর মোহনা পার হয়ে সোনাদিয়া চ্যানলে প্রবেশ করতে এটি ডুবো চরে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এসময় একজন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
অন্য ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে মফিজুর রহমান নামে একজনের মৃত্যু হয়। সে বান্দরবনের নাইক্ষ্যংছড়িস্থ বিজিবির রেশন ঠিকাদারের স্টোর কিপার ছিলেন। অপর দুইজনকে সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষেধ বলে জানিয়েছে দিয়েছে কর্তৃপক্ষ।