নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুর গোরস্তানের সামনের রাজশাহী-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ অটোপার্টস দোকানের মালিক মারা গেছে।
নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনার মোড়ে অবস্থিত সাব্বির অটো পার্টস দোকানের মালিক মো. শুকুরদির ছেলে মোহাম্মদ কুতুবুল হক (২৮)।
কুতুবুলের বন্ধু সোহেল, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র মোটরসাইকেল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোদাগাড়ী পুলিশ সূত্রে জানা গেছে, দূর্ঘটনার পর ফয়ার সার্ভিস, স্থানীয় জণগন ও পুলিশ কুতুবুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ আনতে পরিবারের সদস্যরা হাসপাতালে রওনা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। – কপোত নবী।