ads
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম

সৌদিয়া কাউন্টার ও বিমান অফিসে অকারণেই ভিড় অনেকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

শুধু নিজের জন্য নয়, কেউ আসছেন স্বজনের সঙ্গে। কেউ আসছেন এমনিতেই। শিডিউল কবে তা না জেনেও আসছেন অনেকেই। আবার কেউ আসছেন নিছক ঘুরতে। রাজধানীর সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টার ও মতিঝিল বিমান অফিস ঘুরে পাওয়া গেছে এসব তথ্য।
কারওয়ান বাজার সোনারগাঁ হোটেল ও মতিঝিল বিমানে অফিসের গত কয়েকদিনের চিত্র। টিকিট না পেয়ে রাস্তা বন্ধ তাৎক্ষণিক ব্যানার নিয়ে মিছিল করে মন্ত্রাণালয় ঘেরাওসহ করা হচ্ছে নানান কর্মসূচিও।

প্রশ্ন যারা ভিড় করছেন সবারই কি টিকিট সমস্যা! উত্তরে একজন বলেন, ‘আমি আসলে প্যাসেঞ্জার না, আমার ভাই ভিতরে আাছেন। উনি অনেকদিন আগেই এসেছেন।”

দেয়া হচ্ছে সৌদি আরবের টিকিট, কিন্তু কেউ বললেন দুবাইয়ের টিকিট নিতে আসছেন। আবার অনেকে এসেছেন আত্মীয়ের সঙ্গে। কথা হয় মতিঝিলে বলাকার সামনেও। একজন জানান, ‘সৌদিতে থাকেনা তো, দুবাই থাকে। আমাকে নিয়ে এসেছে, তাই এসেছি।’

আরো একজন জানান, ‘আমার বন্ধুর জন্য টিকিট নিতে এসেছি।

আরেকজন বলেন, ‘আমার জন্য না , আমার ভাইয়ের জন্য এসেছি।’

সরকারের চেষ্টায় আকামার মেয়াদ বেড়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়ার শুরু হয়েছে রবিবার থেকে। টিকিটের শিডিউল ঘোষণা করা থাকা সত্ত্বেও এরকম জমায়েত অপ্রত্যাশিত- বলছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, ‘যাদের টিকিট আগের ছিলো তাদেরকে আগে যেতে দিতে হবে, এছাড়া আমাদের কোন বিকল্প নাই। আমরা সে প্রক্রিয়াটাই করছি। সকলকে ধৈর্য ধারণ করতে ও সকলের কাছে সহযোগীতা আশা করছি।’

এর আগে, প্রবাসীদেরকে কারো প্ররোচনায় কান না দিতে পরামর্শ দিয়েছিলেন পররাষ্টমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, ‘প্রবাসীদের বলছি কোন তৃতীয় পক্ষের প্ররোচনায় এ ধরনের কাজ করলে আপনাদেরই ক্ষতি হবে। এ ব্যাপারে আপনারা মোটামুটি সজাগ থাকেন। কোন সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন, আমাদের দরজা খোলা।’

প্রবাসীরা বলছেন, টিকিট, ভিসার মেয়াদ বাড়ানোসহ নানা কারণে দিনভর বাইরে থাকতে হচ্ছে তাদের। তাই কোন ফ্লাইটের টিকিট কবে দেয়া হবে- তার প্রচারণারও দাবি তাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102